মুক্তিযুদ্ধ

এপ্রিল ১৯৭১ : রক্তে ভেজা দেশে মুজিবনগর সরকার গঠনের মাস

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শব্দ সৈনিকদের ভূমিকা অনেক৷ লেখার শুরুটা তাই তাদের নিয়ে- আরো স্পষ্ট করে বললে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে নিয়ে৷

একাত্তরে তখনও সশস্ত্র সংগঠন তৈরি হয়নি৷ তার আগেই শব্দ সৈনিকদের দশ জনের একটি দল ২৬ মার্চ স্বতঃস্ফূর্তভাবে চট্টগ্রামের কালুরঘাট ট্রান্সমিটার ভবনে গিয়ে স্বাধীন বাংলা (বিপ্লবী) বেতার কেন্দ্র গড়ে তোলেন৷ ৩০ মার্চ পর্যন্ত ওই কেন্দ্রের প্রচার চলে চট্টগ্রামের কালুরঘাটে৷ সেদিনই ট্রান্সমিটার ভবনে পাকিস্তানি বিমান থেকে বোমা বর্ষণ করা হয়৷  ১ কিলোওয়াট ট্রান্সমিটারটি ডিসমেন্টাল করে তারা চলে যান পটিয়ায়৷ ৩ এপ্রিল থেকে স্বাধীন বাংলা (বিপ্লবী) বেতার কেন্দ্রের অনুষ্ঠান আবারও শুরু হয় রামগড় সীমান্তবর্তী মুক্ত অঞ্চলে, যা চলে ২৫ মে ১৯৭১ পর্যন্ত৷ পরে ভারত সরকারের কাছ থেকে পাওয়া ৫০ কিলোওয়াট ক্ষমতার একটি ট্রান্সমিটারে কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডে আরো ব্যাপকভাবে এর কার্যক্রম শুরু হয়৷ সেসময় ‘বিপ্লবী’ শব্দটি বাদ দিয়ে নাম করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র৷ (তথ্যসূত্র: বেলাল মোহাম্মদ রচিত গ্রন্থ- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র)৷

এই উদ্যোগের সঙ্গে যুক্ত দশজন শব্দসৈনিকের নাম রয়েছে বেলাল মোহাম্মদ রচিত ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ গ্রন্থে৷ সেই গ্রন্থের বিবরণ অনুযায়ী অনুষ্ঠান বিভাগে ছিলেন বেলাল মোহাম্মদ, আবুল কাসেম সন্দ্বীপ, আবদুল্লাহ-আল-ফারূক, মুস্তফা আনোয়ার ও কাজী হাবিবউদ্দীন আহমদ৷ আর প্রকৌশল বিভাগে সৈয়দ আব্দুর শাকের, রাশেদুল হোসেন, আমিনুর রহমান, শারফুজ্জামান ও রেজাউল করিম চৌধুরী ছিলেন৷ এছাড়াও নৈমিক্তিকভাবে অনুষ্ঠান প্রচার বা ঘোষণা এবং নেপথ্যে উৎসাহক হিসেবে যুক্ত ছিলেন অনেকেই৷

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন বলে দাবি করে তার দল বিএনপি৷ কিন্তু এ দাবিকে বিভিন্ন সময় ‘অহেতুক ও ভিত্তিহীন’ বলেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত বেলাল মোহাম্মদ৷ বেতার কেন্দ্রের নিরাপত্তার প্রয়োজনে ২৭ মার্চ পটিয়ায় গিয়ে তিনিই মেজর জিয়াউর রহমানের সঙ্গে কথা বলেছিলেন এবং তারপর জিয়াউর রহমান বেতার কেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি৷

বেলাল মোহাম্মদ জীবদ্দশায় স্বাধীনতার ঘোষণার বিষয়টি বর্ণনা করেছিলেন এভাবে, ‘‘২৬ মার্চ বঙ্গবন্ধু কর্তৃক ঢাকা থেকে প্রেরিত স্বাধীনতার ঘোষণার তারবার্তাটির অনুবাদ চট্টগ্রামের কালুরঘাট থেকে আমরা বারবার পড়েছি৷ শুধু বেতার কর্মীরাই সেটা পড়েছি, অন্য কেউ নয়৷ একজন রাজনৈতিক নেতা (চট্টগ্রামের স্থানীয় রাজনৈতিক এম এ হান্নান সাহেব) এসেছিলেন৷’’

‘‘মেজর সাহেবকে (সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান) পেয়েছিলাম ২৭ মার্চ সন্ধ্যায়৷ তখন তাকে সরাসরি প্রস্তাব তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে একটা ড্রাফট তৈরি করা হয়, অন বিহাফ অফ আওয়্যার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’-এভাবেই ওটা প্রচার হয়েছে৷ ওটার বাংলা অনুবাদ আমি করেছি এবং ওদিনই সেটি আব্দুল্লাহ আল ফারূক সাহেব পাঠ করেন৷ জিয়াউর রহমান এরপর ২৮ ও ২৯ মার্চ তারিখেও আসেন এবং বক্তব্য দেন৷ এভাবে তার তিনটি ঘোষণা বেতারে প্রচারিত হয়েছে৷ সবগুলোই ছিল বঙ্গবন্ধুর পক্ষে৷ সেভাবেই প্রচার হয়েছে৷সত্য সবসময় অবিনাশী৷ এ নিয়ে বির্তকের কোনো সুযোগ নেই৷’’ (তথ্যসূত্র: ডয়চে ভেলে সংলাপ, তারিখ-৩০.০৭.২০১৩, বেলাল মোহাম্মদ রচিত গ্রন্থ- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র)৷

সীমিত জনবল আর সামর্থ্যের মধ্যেও যুদ্ধের দিনগুলোতে টানা সম্প্রচার চালু রেখেছিলেন স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিকেরা, যা দেশের আপামর জনসাধারণকে স্বাধীনতার পথে উৎসাহ, সাহস ও আশা জুগিয়েছে৷ একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিকদের ভূমিকা তাই শ্রদ্ধার সঙ্গে চিরস্মরণীয়৷

এদিকে একাত্তরের এপ্রিলের শুরুতেই দেশের নানা অংশে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশের বাঙালি সদস্য ও ছাত্রজনতা প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেন৷

ওইসময় প্রতিরোধের ধরন কেমন ছিল তা জানতে মুখোমুখি হই বীর মুক্তিযোদ্ধা এ জেড এম আমিনুল ইসলাম চৌধুরীর৷ সিরাজগঞ্জের তৎকালীন ছাত্রনেতা তিনি৷ তাদের উদ্যোগেই ওই জেলায় প্রতিরোধ যুদ্ধ হয়৷ তিনি বলেন, ‘‘সিরাজগঞ্জের তৎকালীন এসডিও এ কে এম সামসুদ্দিন সাহেব পুলিশের যত রাইফেল ও গুলি ছিল তা আমাদেরকে সরবরাহ করেন৷ আমরা তখন ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ আসার একমাত্র রেলপথে প্রতিরোধ গড়ি, উল্লাপাড়ায় ঘাটিনা নামক রেলব্রিজে৷ কয়েক হাজার মানুষ লাঙ্গল, ফালা, লাঠি, বল্লম, সুরকি, জোয়াল, মোটকথা ঘরে যা ছিল তা নিয়েই সেখানে অবস্থান নেয়৷’’

‘‘১০ এপ্রিল ১৯৭১৷ আর্মিরা ঈশ্বরদী থেকে ট্রেন নিয়ে আসে৷ ট্রেনের সামনে-পেছনে ইঞ্জিন, মাঝখানে ওয়াগন৷ ওয়াগনের দরজায় বালির বস্তা দিয়ে বাঙ্কার করা৷ সেখানে পজিশন নিয়ে থাকে সেনারা৷ কিন্তু ঘাটিনা ব্রিজের কাছে আসতেই ওরা বাধার মুখে পড়ে৷ গ্রামের মানুষ আগেই রেললাইন তুলে ফেলে বিভিন্ন জায়গায়৷ ফলে ওরা ঢুকতে পারে না৷’’

‘‘১৭ এপ্রিল ওরা ঈশ্বরদী থেকে ননবেঙ্গলি বিহারিদেরও সঙ্গে নিয়ে আসে৷ বিহারিরা নেমে রেললাইন মেরামত করে দিলে সেনারা ট্রেন নিয়ে সামনে এগোয়৷ কিন্তু আবারও প্রতিরোধের মুখে পিছু হটে৷ আর্মিরা তখন ক্ষিপ্ত হয়ে মর্টারসহ হেভি অস্ত্র নিয়ে ঢোকে৷ অনবরত গুলি চালাই আমরাও৷ কিন্তু গোলাবারুদ ফুরিয়ে যাওয়ায় টিকতে পারি না৷ ওরা তখন সিরাজগঞ্জে ঢুকে প্রথম ওয়াপদা রেস্ট হাউজে এবং পরে বিএ কলেজ, পিডাব্লিউডির রেস্ট হাউজ, যমুনার পাড়ের বিএল সরকারি স্কুলে ক্যাম্প করে৷ শহরের বাইরে ভাটপিয়ারী ও শৈলাবাড়ি ছাড়াও থানায় থানায় গড়ে তোলে ক্যাম্প৷ এরপরই গ্রামে গ্রামে ঢুকে মানুষের বাড়িতে হামলা করে ঘরগুলো জ্বালিয়ে দিতে থাকে৷’’

জেলা শহরগুলো দখলে নিয়েই পাকিস্তানি সেনারা বাঙালি নিধনে নামে৷ কুষ্টিয়া, লালমনিরহাট, যশোর, রাজশাহী, সৈয়দপুরসহ অনেক জেলায় বিহারিরাও বাঙালিদের হত্যাযজ্ঞে অংশ নেয়৷ একাত্তরে বাঙালিদের ওপর বিহারিদের নৃশংসতার মাত্রাটি অনুমান করা যায় নানা ঘটনায়৷ তেমনি একটি ঘটনার কথা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন৷ রেলওয়েতে বাবার চাকরির সুবাদেই তারা থাকতেন সৈয়দপুরে, আতিয়ার কলোনির এল-৭৬-বি নম্বর কোয়ার্টারে৷ তার মা সুফিয়া খাতুনকে সেখানেই নির্মমভাবে হত্যা করা হয়৷

সেই ঘটনার কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হন মুরাদ হোসেন৷ হৃদয়বিদারক সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেন, ‘‘আমি তখন লুকিয়ে ছিলাম গ্রামের দিকে৷ তারিখটা ১৪ এপ্রিল ১৯৭১৷ মেইন রোডের পাশেই ছিল আমাদের কোয়ার্টার৷ মার্চের শুরুতেই ছাদের ওপর একটা বাংলাদেশের পতাকা ও একটা কালো পতাকা টাঙিয়ে দিয়েছিলাম৷ বাংলাদেশের পতাকা উড়তে দেখে ওরা ক্ষিপ্ত হয়৷’’

‘‘বিহারিরা প্রথম এসে আম্মাকে বলে, ‘উসকো উতার দো’৷ আম্মা বলেন, ‘আমার ছেলে টাঙিয়েছে৷ এটা আমি নামাতে পারবো না৷’ ওরা দূরে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি আর্মিদের ভয় দেখিয়ে আবারও পতাকা নামাতে বলে৷ কিন্তু এবারও আম্মা অস্বীকৃতি জানায়৷ রাগ হয়ে ওরা গালাগালি করে চলে যায়৷’’

কিছুক্ষণ পরেই আর্মিসহ বিহারিদের একটি সশস্ত্র দল এসে দরজায় ধাক্কা দিতে থাকে৷ আম্মা রেহালে রেখে কোরআন শরিফ পড়ছিলেন৷ সামনের দরজা ভেঙে ওরা ঘরের ভেতরে যখন ঢোকে, তখন তিনি কোরআন শরিফ বুকে জড়িয়ে ধরে বসে থাকেন৷ আম্মাকে ওরা কোপ দিয়ে দেহ থেকে মাথা আলাদা করে ফেলে৷ রক্তে ভেসে যায় পুরো ঘর৷ আল্লাহর কালাম কোরআন শরিফও মাটিতে পড়ে রক্তে ভিজে যায়৷ পরে আম্মার লাশ পাকিস্তানি আর্মিরা ট্রাকে তুলে নিয়ে যায়৷’’

 ‘‘আশপাশের পরিচিতজনরা আম্মার করুণ ও নির্মম এ মৃত্যু প্রত্যক্ষ করেছেন৷ তাদের মুখেই শুনেছি সবকিছু৷ ওরা চলে গেলে পাশের বাসার একজন ঘর থেকে রক্তমাখা কোরআন শরিফটি তুলে নেন৷ পরে সেটি আমরা সংগ্রহ করি৷ ওই কোরআন শরিফটাই আম্মার শেষ স্মৃতি, যার পাতায় পাতায় রয়েছে ছোপ ছোপ রক্তের দাগ৷ ওটা হাতে নিলে এখনও বুকের ভেতরে ঝড় ওঠে৷ দেশ তো স্বাধীন হয়েছে কিন্তু আমরা তো মাকে ফিরে পাইনি, তার লাশও পাইনি৷ ফলে তার কবরও নেই৷ পুরো দেশের মাটিতেই মিশে আছে আমার মায়ের রক্ত৷ কিন্তু এ দেশ কি মনে রাখবে আমার শহীদ মাকে?’’

একাত্তরের এপ্রিল থেকে বাঙালি নিধনে পাকিস্তানি সেনাদের সঙ্গে বিহারিদের পাশাপাশি জামায়াতে ইসলামি ও ইসলামি ছাত্র সংঘের তৎকালীন নেতারাও যোগ দেয়৷ জানা যায়, মিরপুরে আলব্দী গ্রামের গণহত্যায় অংশ নিয়েছিলেন জামায়াত নেতা কাদের মোল্লা৷

এ নিয়ে কথা হয় প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লার সঙ্গে৷ তার বর্ণনায় এভাবে উঠে আসে আলব্দী গ্রামের গণহত্যার স্মৃতি, ‘‘বাবাসহ ছিলাম আলব্দী গ্রামে, খালু রোস্তম বেপারির বাড়িতে৷ ২৪ এপ্রিল ১৯৭১৷ ভোর তখনও হয়নি৷ গ্রামের পশ্চিমে তুরাগ নদীর পাড়ে পাকিস্তানি সেনাদের হেলিকপ্টার নামে৷ ওই সময়ই কাদের মোল্লা, বিহারি আক্তার গুন্ডা, নেওয়াজ ও ডোমারা দলবল নিয়ে আলব্দী গ্রামে ঢোকে সশস্ত্র অবস্থায়৷ আমরা তখন ছোট্ট একটি খালের কচুরিপানায় লুকিয়ে থাকি৷ সকাল আনুমানিক নয়টা৷ খালের পঞ্চাশ গজ দূরে ধরে আনা হয় ৫০-৬০ জনকে৷ তাদের লাইন করে দাঁড় করায় কাদের মোল্লাসহ অন্যরা৷ তারপর হঠাৎ গুলির শব্দ৷ মাটিতে লুটিয়ে পড়ে লাইনের সবাই৷ মানুষের আর্তচিৎকারে ভারি হয়ে ওঠে আলব্দী গ্রামের বাতাস৷ ওইদিন ওরা আমার খালুসহ তিনশ চুয়াল্লিশ জনকে হত্যা করে৷’’

মিরপুরে আলব্দী গ্রামের ওইদিনের গণহত্যায় অংশ নেওয়ার অভিযোগে ২০০৮ সালে ২৩ জানুয়ারি আমির হোসেন মোল্লা জামায়াতের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাসহ দশজনের বিরুদ্ধে আদালতে একটি পিটিশন দায়ের করেন৷ আদালতের নির্দেশে ওই পিটিশনটি পল্লবী থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ডভুক্ত হয় ২৫ জানুয়ারি তারিখে৷ মামলা নং- ৬০৷

দেশের ভেতর যখন পাকিস্তানি সেনা ও তার দোসররা হত্যাযজ্ঞ চালাচ্ছে তখন স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতি চলতে থাকে ভারতে৷ ১০ এপ্রিল ১৯৭১ তারিখে বাংলাদেশ সরকার স্বাধীনতার ঘোষণাপত্র প্রদান করে৷ যা বাংলাদেশের প্রথম সংবিধান বলে ধরে নেওয়া হয়৷ ওইদিন সত্তরের নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যরা ভারতের পশ্চিমবঙ্গে মিলিত হয়ে প্রবাসী সরকার গঠন ও এই সংবিধান প্রতিষ্ঠা করেন৷

তারা পাকিস্তানের কারাগারে বন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করেন৷ আরও সিদ্ধান্ত হয় সৈয়দ নজরুল ইসলাম হবেন উপরাষ্ট্রপতি, যিনি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন আর তাজউদ্দীন আহমদ যুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন৷

মন্ত্রিসভার সদস্য হন: এম মনসুর আলী (অর্থ বাণিজ্য ও শিল্প) ও এএইচএম কামারুজ্জামান (স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি) এবং খন্দকার মোশতাক আহমদ (পররাষ্ট্র, আইন ও সংসদ মন্ত্রী)৷

জেনারেল আতাউল গনি ওসমানী প্রবাসী সরকারের মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার ও মেজর জেনারেল আবদুর রব চিফ অব স্টাফ নিযুক্ত হন৷ এইচটি ইমাম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷

গঠিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় ১৭ এপ্রিল, মেহেরপুরের বৈদ্যনাথতলায়৷ পরে ইতিহাসের হাত ধরেই বৈদ্যনাথতলা হয়ে যায় মুজিবনগর৷

কথা হয় মুজিবনগরে শপথগ্রহণ অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদানকারী বারোজনের মধ্যে বেঁচে থাকা চারজন আনসার সদস্যের সঙ্গে৷ তারা হলেন- মো. সিরাজ উদ্দীন, মো. হামিদুল হক, মো. আজিমুদ্দীন ও মো. লিয়াকত আলী৷

মোহাম্মদ সিরাজ উদ্দীনের ভাষ্য ছিল এরকম, ‘‘মঞ্চ তৈরির দায়িত্ব ছিল স্থানীয় সংগ্রাম কমিটির মোমিন, জজ মাস্টার, আইয়ুব ডাক্তার, সৈয়দ মাস্টার, রফিক মাস্টার, রুস্তম উকিল, জামাত মাস্টার, সুশীল কুমার বিশ্বাস প্রমুখের৷ মাটির ওপরে তক্তা বিছানো হয়৷ কাপড়, দড়ি, বাঁশ, দেবদারুর পাতা দিয়ে সাজানো হয় অনুষ্ঠানস্থল৷ দুটি বাঁশ পুঁতে দেবদারুর পাতায় তৈরি করা হয় গেট৷ চেয়ার, মাইক আর টেবিল আসে ভারত থেকে৷ শেষরাতের দিকে আমাদের ক্যাম্প থেকে আনা হয় চৌকি৷’

তিনি আরো বলেন, ‘‘অনুষ্ঠানটি শুরু হয় বেলা ১১টায়৷ জাতীয় নেতারা মঞ্চে উঠলে আসাদুল হক, শাহাবুদ্দিন আহমেদ সেন্টু, পিন্টু বিশ্বাস, আইয়ুব প্রমুখ জাতীয় সংগীতে কণ্ঠ দেন৷ কোরআন তেলাওয়াত করেন মো. বাকের আলী৷’’

১৭ এপ্রিল প্রবাসী বা মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের হুইপ এমএনএ আবদুল মান্নান৷ চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন৷ শপথ করান সৈয়দ নজরুল ইসলাম৷ এরপরই অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ভাষণ দেন৷ মূলত এই শপথ অনুষ্ঠানের মাধ্যমেই স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাম সারাবিশ্বে ছড়িয়ে পড়ে৷ এই সরকারের প্রত্যক্ষ নেতৃত্বে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে৷

লেখাটি প্রকাশিত হয়েছে ডয়চে ভেলে বাংলায়, প্রকাশকাল; ২৮ এপ্রিল ২০২৩

© 2023, https:.

এই ওয়েবসাইটটি কপিরাইট আইনে নিবন্ধিত। নিবন্ধন নং: 14864-copr । সাইটটিতে প্রকাশিত/প্রচারিত কোনো তথ্য, সংবাদ, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Show More

Salek Khokon

সালেক খোকনের জন্ম ঢাকায়। পৈতৃক ভিটে ঢাকার বাড্ডা থানাধীন বড় বেরাইদে। কিন্তু তাঁর শৈশব ও কৈশোর কেটেছে ঢাকার কাফরুলে। ঢাকা শহরেই বেড়ে ওঠা, শিক্ষা ও কর্মজীবন। ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই ঝোঁক সংস্কৃতির প্রতি। নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। যুক্ত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও থিয়েটারের সঙ্গেও। তাঁর রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক মৌলিক গবেষণা গ্রন্থ হিসেবে ‘কালি ও কলম’পুরস্কার লাভ করে। মুক্তিযুদ্ধ, আদিবাসী ও ভ্রমণবিষয়ক লেখায় আগ্রহ বেশি। নিয়মিত লিখছেন দেশের প্রথম সারির দৈনিক, সাপ্তাহিক, ব্লগ এবং অনলাইন পত্রিকায়। লেখার পাশাপাশি আলোকচিত্রে নানা ঘটনা তুলে আনতে ‘পাঠশালা’ ও ‘কাউন্টার ফটো’ থেকে সমাপ্ত করেছেন ফটোগ্রাফির বিশেষ কোর্স। স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধ, আদিবাসী এবং দেশের কৃষ্টি নিয়ে ভিন্ন ধরনের তথ্য ও গবেষণামূলক কাজ করার। সহধর্মিণী তানিয়া আক্তার মিমি এবং দুই মেয়ে পৃথা প্রণোদনা ও আদিবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button