মুক্তিযুদ্ধ

সাধারণ মানুষ না খেয়েও মুক্তিযোদ্ধাদের খাইয়েছেন

বীরগাথা ১৯৭১

‘আমগো বাড়ি ছিল পদ্মার পাড়ে। চর এলাকা। দিনভর নদীর বুকে সাঁতার কাটতাম। ভাদ্র মাসের দিনগুলোতে আমরা নৌকা নিয়া ঘুরতাম। ইলিশ ভাজার গন্ধে তৃপ্ত হতাম। এখনো মনে হলে জিবে জল এসে যায়। আমার দাদা বশির মোল্লা ছিলেন নামকরা লাঠিয়াল। কিন্তু তিনি কোনো অন্যায় কাজে যেতেন না। বরং অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন। দশ গ্রামের মানুষ তাকে মান্য করত। বেয়াদবি দেখলেই তিনি আমগো কান ধরে ওঠবোস করাতেন। মাথায় কাপড় ছাড়া কোনো নারী তার সামনে দিয়া যেতে পারত না। তা ঘটলে ডেকে আনা হতো তার স্বামীকে। কিন্তু তাই বলে তিনি ধর্মান্ধ ছিলেন না। নিরক্ষর হয়েও বলতেন, শিক্ষা হলো আলোর মতো।

পঁয়ষট্টিতে যুদ্ধ হয় ভারত-পাকিস্তানে। ওই যুদ্ধের বাজনা ও চরমপত্র আগ্রহ নিয়ে শুনতাম রেডিওতে। দেশ তখন অশান্ত। সবার মুখে শেখ মুজিবের নাম। বড়রা বলতেন তিনিই আমাদের জন্য লড়াই করছেন। রেডিওর নানা খবরাখবর আর মুরব্বিদের আলোচনা থেকেই জেনে যেতাম পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যগুলো।

৭ মার্চ ১৯৭১। বঙ্গবন্ধু ভাষণ দেন রেসকোর্স ময়দানে। সে ভাষণ আমরা শুনি রেডিওতে। বঙ্গবন্ধু বললেন, ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আমি যদি হুকুম দেবার নাও পারি…।’ রক্ত তখন টলমল করছিল।

২৫ মার্চ ১৯৭১। সারা দেশে পাকিস্তানি আর্মি নামে গণহত্যায়। আমগো দুগলিয়া বাজারে ক্যাম্প বসায় রাজাকাররা। জব্বার ছিল ওই ক্যাম্পের সার্বিক দায়িত্বে। সামাদ কমান্ডে। পাবনায় রাজাকারগো বড় নেতা মতিউর রহমান নিজামী। গ্রামের চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ ছিল তার। শুধু মজিদ চেয়ারম্যান ছিলেন বঙ্গবন্ধু পক্ষের লোক।

ওই সময় রাজাকাররা যাদের ধরে নিয়ে যেত, তারা আর ফিরে আসত না। একবার বাবর আলী নামের এক আত্মীয়কে তুলে নেয় ওরা। পরে তার আর কোনো খোঁজ মেলেনি। রাজাকাররা বেশি অত্যাচার চালাত বাঙালি হিন্দু এলাকায়। লুটে নিত তাদের সর্বস্ব। যুবতী দেখলেই ধরে নিয়ে যেত আর্মি ক্যাম্পে। চোখের সামনে এসব দেখে ঠিক থাকতে পারতাম না। এই অন্যায় তো সহ্য করা যায় না। একদিন মনটা খুব অস্থির হয়। ওই দিনই সিদ্ধান্ত নিই মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার।’

মুক্তিযুদ্ধে যাওয়ার কারণ এভাবেই বলছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. কেয়ামউদ্দিন মোল্লা। ইসারত মোল্লা ও খোদেজা খাতুনের সাত সন্তানের মধ্যে কেয়াম সবার বড়। তার বাড়ি পাবনা সদর উপজেলার দীঘি গোয়েল গ্রামে। তাদের বাড়ি ছিল চর এলাকায়। আশপাশে ছিল না কোনো স্কুল। ফলে অন্যদের মতো কেয়ামউদ্দিনেরও লেখাপড়ার সুযোগ হয়নি।

মুক্তিযুদ্ধের অল্প কিছুদিন আগেই বিয়ে করেন কেয়ামউদ্দিন। নববধূকে ফেলে, পরিবারকে না জানিয়ে তিনি ঘর ছাড়েন দেশের টানে।

কীভাবে? সে ইতিহাস শুনি তার জবানিতে—

“মা ও বউয়ের মায়ার টান ছিল বেশি। তাই না জানিয়েই যুদ্ধে যাই। একদিন খুব ভোরে রওনা দিয়ে চলে আসি কুষ্টিয়ায়। সঙ্গে ছিল ইয়াকুব আলী ও সিদ্দিকসহ গ্রামের চারজন। হেঁটে রাতের মধ্যেই আমরা পৌঁছে যাই বর্ডারে। পরদিন সকালে আসি ভারতের কেচুয়াডাঙ্গা বাজারে। ওখানেই মুক্তিবাহিনীতে নাম লেখাই। প্রথমে আমাদের পাঠিয়ে দেওয়া হয় দোলঙ্গি হয়ে মালদাহর গোরবাগানে। সেখানে তেরো দিন চলে লেফট-রাইট। অতঃপর ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় শিলিগুড়ির পানিঘাটায়। আটাশ দিনের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের। এফএফ (ফ্রিডম ফাইটার) নং ছিল ৭৭৪৯।”

ট্রেনিং শেষে কেয়ামউদ্দিনদের পাঠিয়ে দেওয়া হয় তরঙ্গপুরের কালিয়াগঞ্জে। অস্ত্র দেওয়া হয় ওখান থেকেই। ওই ক্যাম্পের কথা উঠতেই তিনি বলেন, “চার হাজার লোক খেত এক নোঙ্গরে। দুপুর দুইটায় দাঁড়ালে খানা মিলত চারটায়।”

অস্ত্র নিয়ে সাত নম্বর সেক্টরের দোলঙ্গি ক্যাম্প হয়ে বাংলাদেশে প্রবেশ করেন কেয়ামউদ্দিনরা। তারা ছিলেন গেরিলা। আত্মগোপন করে থাকতেন দেশের ভেতরেই। তাদের তেত্রিশজনের দলটির কমান্ড করতেন রশিদ সরদার।

কোথায় কোথায় অপারেশন করেন?

মুক্তিযোদ্ধা কেয়াম উত্তরে বলেন, “দিনের বেলায় আমরা ইনফরমেশন নিতাম। আর রাতে পরিকল্পনামতো চলত অপারেশন। অ্যান্টি-ট্যাংক মাইন দিয়ে উড়িয়ে দিতাম ব্রিজগুলো। অবকাঠামো ও পাকিস্তানি সেনাদের আসা-যাওয়ার যোগাযোগব্যবস্থাকে ভেঙে দেওয়াই ছিল গেরিলাদের প্রধান কাজ। জীবনের মায়া তখন ছিল না। আমরা অপারেশন করি ৭ নম্বর সেক্টরের লালপুর, ভেড়ামারা, সুজানগর, ঈশ্বরদী প্রভৃতি এলাকায়।”
মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষদের সহযোগিতার কথা বলতে গিয়ে এ মুক্তিযোদ্ধা বলেন, “মানুষের বাড়িতে আমরা লুকিয়ে থাকতাম। নিজে না খেয়ে অনেকেই আমাদের খাওয়াতেন। গরিব ঘর হলে আমরা খরচটা দিতাম। কিন্তু সেটা নিতে চাইত না কেউ।”

ঈশ্বরদীর বাবুচরা গ্রাম থেকে কেয়ামরা চলে আসেন পাবনায়। অন্যান্য জায়গা থেকে আসে আরও কয়েকটি দল। রাতে সবাই মিলে পরিকল্পনা করেন পাবনার ‘মানসিক স্বাস্থ্য হাসপাতাল’ দখলে নেওয়ার। ওখানে ছিল পাকিস্তানি সেনা ও রাজাকারদের শক্তিশালী ঘাঁটি। চার গ্রুপে তারা দুই শ জনের মতো। কমান্ডে ছিলেন পাবনার রফিকুল ইসলাম বকুল। কয়েকটা উপদলে ভাগ হয়ে আক্রমণ করেন তারা। তারপর তারা ফিরে আসেন বাবুচরাতে।

কী ঘটেছিল রক্তাক্ত ওই দিনে? প্রশ্ন শুনে কেয়ামউদ্দিন আনমনা হন। খানিক নীরবতা। তারপর বলেন ওই দিনের আদ্যোপান্ত।

তার ভাষায়, “সুজানগর থানা অপারেশনের পরিকল্পনা করি আমরা। ওখানে ছিল পাকিস্তানি সেনা ও রাজাকারদের শক্তিশালী ঘাঁটি। ৭ ডিসেম্বর ১৯৭১। সন্ধ্যারাত। কয়েকটা দলে আমরা তেত্রিশজন গেরিলা। প্রথম ফায়ার করবে পশ্চিম ও দক্ষিণের গ্রুপ। তেমনটাই ছিল পরিকল্পনা। আমি পশ্চিমের গ্রুপে। পজিশনে যেতেই ওরা দেখে ফেলে। শুরু হয় গোলাগুলি। পাকিস্তানি সেনাদের কাছে ছিল অত্যাধুনিক সব অস্ত্র। আমরা টিকতে পারছিলাম না। ক্রলিং করে সামনে এগোই। পাশেই এলএমজি চালাচ্ছেন সেলিম। হঠাৎ ‘চু’ করে একটা শব্দ হয়। তাকিয়ে দেখি গুলি লেগেছে ওর মাথায়। শরীরটায় কয়েকটা ঝাঁকুনি দিয়েই ও নিথর হয়ে যায়। চেয়ে চেয়ে শুধু দেখলাম। ওর কাছেও যেতে পারিনি। মনের ভেতর তখন মৃত্যুভয়। কিছুক্ষণ পর পেছনে হটতে নির্দেশ দেন কমান্ডার রশিদ সরদার।

গুলি চালিয়ে আমি পেছনে যাওযার চেষ্টা করি। ওই সময়ই দুটি গুলি এসে লাগে শরীরে। একটি আমার সোয়েটারের ভেতর আটকে যায়। অন্যটি ডান হাতে বিদ্ধ হয়। হাত থেকে তিরতির করে রক্ত বেরোচ্ছিল। হাতে কোনো বল নেই। তখন হাত আর নাড়াতে পারি না।

সহযোদ্ধারা এসে আমায় তুলে নেয়। গরুর গাড়িতে করে পাঠানো হয় বাবুচরায়। তখনো জ্ঞান আছে। গলা শুকিয়ে কাঠ। পানির পিপাসায় ছটফট করছি। কিন্তু কেউ তো পানি দেয় না। পানি খেলেই মৃত্যু অবধারিত। তাই সমরে আহত কাউকেই পানি দেওয়া হতো না।

বাবুচরায় আমাদের সঙ্গে এক ডাক্তার ছিলেন। তিনিই হাত থেকে গুলিটি বের করে সেলাই করে দেন। পরবর্তীকালে হাতের চিকিৎসা হয় কলকাতায়। গুলিতে আমার ডান হাতের হাড় ফেটে গিয়ে কয়েকটি রগ ছিঁড়ে যায়। হাতটি কাটা থেকে রক্ষা পেলেও সারা জীবনের জন্য তা অকেজো হয়ে যায়।”

মুক্তিযুদ্ধকে সাধারণ মানুষের যুদ্ধ বলেন মনে করেন মুক্তিযোদ্ধা কেয়ামউদ্দিন।

তিনি বলেন, “শতকরা ৮৮ জনই ছিল কৃষক ও সাধারণ ছাত্র। বড়লোকের ছেলেরা মুক্তিযুদ্ধে গিয়েছে খুব কম। অনেকেই জীবন বাঁচাতে চলে গিয়েছিল ভারতে। মুক্তিযুদ্ধের সময় পাবনায় প্রধান সংগঠক ছিলেন নাসিম সাহেব। মাঠে ছিলেন ইকবাল, রফিক, কাজী আরেফ, বকুল প্রমুখ।”

মুক্তিযোদ্ধাদের তালিকা প্রসঙ্গে কেয়ামউদ্দিন অকপটে তুলে ধরেন নিজের মতামত।

তার ভাষায়, “স্বাধীনতা লাভের পরপরই ছিল তালিকা তৈরির উপযুক্ত সময়। কতজন ভারতে ট্রেনিং নিয়েছিল, কতজন মুজিব বাহিনী ও কাদের বাহিনীতে ছিল, এসব তথ্য তখন এক করলেই মুক্তিযোদ্ধাদের তালিকা হয়ে যেত। সবার আগে রাজাকারদের তালিকা করা বেশি দরকার ছিল। কিন্তু সেটিও হয়নি। এখন তো মুক্তিযোদ্ধাদের তালিকাটাই রাজনৈতিক প্যাঁচে পড়েছে। আমার মতে, দুই লাখ পঁচিশ হাজারের বেশি মুক্তিযোদ্ধা নেই। এর মধ্যে পঁচিশ হাজার আর্মি। বাকিরা ছাত্র-জনতা। সুবিধা লাভের আশায় তালিকা শুধু বাড়ছে। তবে যাচাই করে মুক্তিযোদ্ধাদের তালিকা ফাইনাল করা উচিত। কয়েক দিন পরপর যাচাই-বাছাই মুক্তিযোদ্ধাদের জন্য সত্যি অস্বস্তিকর।”

‘স্বাধীনতার পর বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণেই মুক্তিযোদ্ধারা বিতর্কিত হয়েছেন’, মনে করেন কেয়ামউদ্দিন।

তিনি বলেন, “স্বাধীনের পর আমরা তিনটি ভাগে বিভক্ত হই। ডিফেন্সের মুক্তিযোদ্ধারা বলেন, তারাই দেশটা স্বাধীন করেছেন, মুজিববাহিনীর লোকেরা বলেন, তারাই ছিলেন প্রধান ভূমিকায় আর আমরা সাধারণ মুক্তিযোদ্ধারা বলি, আমরাই তো যুদ্ধ করে স্বাধীনতা এনেছি। এটা আমাদের জন্য খারাপ হয়েছে। আমরা তো কোনো দলের নই। আমার শুধুই মুক্তিযোদ্ধা।’

স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা হিসেবে ভালো লাগার অনুভূতি জানতে চাই আমরা।

উত্তরে এই সূর্যসন্তান বলেন, “দেশের উন্নয়ন দেখলে ভালো লাগে। এ দেশের সোনার ছেলেরা যখন বিদেশের মাটিতে খেলায় জেতে বাংলাদেশের পতাকাকে সম্মানিত করে, তখন গর্বে বুক ভরে যায়। আগে তো দেশের কোনো লক্ষ্য ছিল না। ছিল না কোনো স্বপ্ন। সরকারের মাধ্যমে এখন সবাই স্বপ্ন দেখছি। ২০৪১ সালে হবে উন্নত বাংলাদেশ। ভাবলেই ভালো লাগে।”

খারাপ লাগে কখন?

“রাজাকারের ছায়া দেখলেই খারাপ লাগে। যারা দুর্নীতি করছে, তাদের দেখলে ঘৃণা আসে। কিছু খারাপ লোক রাতারাতি বড়লোক বনে যাচ্ছে। কীভাবে কেউ জানে না। আমরা চেয়েছিলাম সোনার বাংলা। সেটা আছে শুধু মুখে মুখে।”

মুক্তিযোদ্ধা কেয়াম বিশ্বাস করেন, দেশের জন্য ভালো কী হবে, তা ঠিকই বুঝে নিতে পারবে পরবর্তী প্রজম্ম। চোখেমুখে আলো ছড়িয়ে তাদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা দেশের গৌরবের ইতিহাসটা জেনে নিও। দেশের স্বার্থে এক হয়ে কাজ করো। দেশটাকে ভালোবেসো। মনে রেখো, অনেক রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই দেশ। তোমাদের হাত ধরে দেশটা উন্নত হলেই শহীদদের আত্মা শান্তি পাবে।”

লেখাটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রকাশে, প্রকাশকাল: ১ অক্টোবর ২০২১

© 2021, https:.

এই ওয়েবসাইটটি কপিরাইট আইনে নিবন্ধিত। নিবন্ধন নং: 14864-copr । সাইটটিতে প্রকাশিত/প্রচারিত কোনো তথ্য, সংবাদ, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Show More

Salek Khokon

সালেক খোকনের জন্ম ঢাকায়। পৈতৃক ভিটে ঢাকার বাড্ডা থানাধীন বড় বেরাইদে। কিন্তু তাঁর শৈশব ও কৈশোর কেটেছে ঢাকার কাফরুলে। ঢাকা শহরেই বেড়ে ওঠা, শিক্ষা ও কর্মজীবন। ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই ঝোঁক সংস্কৃতির প্রতি। নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। যুক্ত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও থিয়েটারের সঙ্গেও। তাঁর রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক মৌলিক গবেষণা গ্রন্থ হিসেবে ‘কালি ও কলম’পুরস্কার লাভ করে। মুক্তিযুদ্ধ, আদিবাসী ও ভ্রমণবিষয়ক লেখায় আগ্রহ বেশি। নিয়মিত লিখছেন দেশের প্রথম সারির দৈনিক, সাপ্তাহিক, ব্লগ এবং অনলাইন পত্রিকায়। লেখার পাশাপাশি আলোকচিত্রে নানা ঘটনা তুলে আনতে ‘পাঠশালা’ ও ‘কাউন্টার ফটো’ থেকে সমাপ্ত করেছেন ফটোগ্রাফির বিশেষ কোর্স। স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধ, আদিবাসী এবং দেশের কৃষ্টি নিয়ে ভিন্ন ধরনের তথ্য ও গবেষণামূলক কাজ করার। সহধর্মিণী তানিয়া আক্তার মিমি এবং দুই মেয়ে পৃথা প্রণোদনা ও আদিবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button