প্রকাশিত গ্রন্থ

বীরত্বে একাত্তর

বীরত্বে একাত্তর

প্রচ্ছদ: সব্যসাচী হাজরা

প্রকাশক: কথাপ্রকাশ

মলাট মূল্য: ৪৫০ টাকা

পৃষ্ঠা: ২২৪, প্রতিটি লেখায় আলোকচিত্র রয়েছে।

পাওয়া যাবে: কথাপ্রকাশ, বেঙ্গল বই, বাতিঘর, রকমারি, সারাদেশের বই বিপনিতে।

প্রচ্ছদ: সব্যসাচী হাজরা

মুক্তিযুদ্ধভিত্তিক এই গ্রন্থে জানা যাবে, একাত্তরে কীভাবে গেরিলারা ঢাকায় পেট্রোল পাম্প উড়িয়ে দিয়েছেন, রাজারবাগ পুলিশ লাইনসের প্রতিরোধ যুদ্ধ, একজন সাবসেক্টর কমান্ডারের বীরত্ব ও পঁচাত্তরের ৩ নভেম্বরে এয়ারফোর্স পাইলটদের অব্যক্ত ইতিহাস, কীভাবে গেরিলার হাতে নিহত হন পাকিস্তানের সাবেক গভর্নর আবদুল মোনেম খান ওরফে মোনায়েম খান, কী লেখা ছিল আজিমপুরের মেয়েবিচ্ছুদের লালচিঠিতে, সৈয়দপুরে বিহারিদের হত্যাযজ্ঞ, গ্রামের নাম কেন বদলে হয় আরশাদগঞ্জ-একাত্তরের এমন অজানা ঘটনা। অভিনব এই গ্রন্থে একাত্তরের চারজন বীরপ্রতীক, সাতজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ছয়জন বীর মুক্তিযোদ্ধার বীরত্বের ইতিহাস সরল গদ্য আলোকচিত্রসহ তুলে ধরা হয়েছে।

বীরত্বে একাত্তর গ্রন্থটি নিয়ে কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, ‘মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাস তুলে আনার প্রয়াসে লেখক ও গবেষক সালেক খোকন কাজ করছেন এক যুগেরও অধিক সময় ধরে। নিভৃতচারী লেখক নিরলস প্রচেষ্টায় আমাদের ‘গৌরব ও বেদনার’ মহান মুক্তিযুদ্ধের অনালোচিত মানুষের কথা শোনাতে ব্রতী হয়েছেন, যাঁরা ছিলেন অন্তরালে। একাত্তরে এ দেশে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাভূত করেছিলেন যাঁরা, এমন সতেরোজন মুক্তিযোদ্ধার গৌরবোজ্জ্বল বীরত্বের ইতিহাস নিয়ে রচিত হয়েছে বীরত্বে একাত্তর গ্রন্থটি। গ্রন্থভুক্ত মুক্তিযোদ্ধারা পৌরাণিক কোনো চরিত্র নয় বরং অকুতোভয় বীর। তাঁদের রক্ত, ঘাম, ত্যাগে সৃষ্ট বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

সতেরোজন মুক্তিযোদ্ধার অকুতোভয় সাহস ও গৌরবোজ্জ্বল বিজয়ের অজানা ঘটনা রয়েছে এই গ্রন্থে। সাক্ষাৎকারের ভিত্তিতে রচিত বাঙালির সবচেয়ে রক্তাক্ত, আত্মত্যাগের মহিমাময় প্রকৃত ইতিহাস। গল্পের ছলে বলে যাওয়া সেসব রোমহর্ষক ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে দুর্লভ আলোকচিত্র। বুকের গহিনে লুকিয়ে থাকা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিচিত্র অভিজ্ঞতার অনন্য আলেখ্য গ্রন্থটি।মুক্তিযুদ্ধভিত্তিক এমন গ্রন্থ প্রকাশ করতে পেরে আমরা গর্বিত।নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে এ গ্রন্থ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করি।’

বীরত্বে একাত্তর-বইটি নিয়ে সংবাদ বা রিভিউ

০১। দৈনিক কালেরকণ্ঠের সংবাদ, শিরোনাম: প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক নতুন গবেষণাগ্রন্থ ‘বীরত্বে একাত্তর’, তারিখ: ৩ ডিসেম্বর ২০২২

০২। দৈনিক সমকালের সংবাদ, শিরোনাম: সালেক খোকনের নতুন গ্রন্থ ‘বীরত্বে একাত্তর’, তারিখ: ৫ ডিসেম্বর ২০২২

০৩। দৈনিক দেশ রূপান্তর, শিরোনাম: সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘বীরত্বে একাত্তর’ প্রকাশ, তারিখ: ২ ডিসেম্বর ২০২২

০৪। বাংলা ট্রিবিউন, শিরোনাম: সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘বীরত্বে একাত্তর’, তারিখ: ৫ ডিসেম্বর ২০২২

০৫। সংবাদপ্রকাশ, শিরোনাম: সালেক খোকনের নতুন বই ‘বীরত্বে একাত্তর’, তারিখ: ৪ ডিসেম্বর ২০২২

০৬।দৈনিক মানবকণ্ঠ, শিরোনাম: সালেক খোকনের নতুন বই ‘বীরত্বে একাত্তর’, তারিখ: ৭ ডিসেম্বর ২০২২

০৭। দৈনিক মানবজমিন, শিরোনাম: সালেক খোকনের নতুন গ্রন্থ ‘বীরত্বে একাত্তর’ তারিখ: ৩ ডিসেম্বর ২০২২

০৮। দৈনিক সমকালের কালের খেয়ায় প্রকাশিত বুক রিভিউ, শিরোনাম: অব্যক্ত বীরত্বগাথা, প্রকাশকাল: ৩০ ডিসেম্বর ২০২২

৩০ ডিসেম্বর ২০২২, কালেরখেয়া, সমকাল

০৯। দৈনিক কালেরকণ্ঠের শিলালিপিতে প্রকাশিত বই পরিচিতি, শিরোনাম: সালেক খোকনের বীরত্বে একাত্তর, প্রকাশকাল: ৩০ ডিসেম্বর ২০২২

৩০ ডিসেম্বর ২০২২, শিলালিপি, কালেরকণ্ঠ

১০।

© 2022 – 2023, https:.

এই ওয়েবসাইটটি কপিরাইট আইনে নিবন্ধিত। নিবন্ধন নং: 14864-copr । সাইটটিতে প্রকাশিত/প্রচারিত কোনো তথ্য, সংবাদ, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Show More

Salek Khokon

সালেক খোকনের জন্ম ঢাকায়। পৈতৃক ভিটে ঢাকার বাড্ডা থানাধীন বড় বেরাইদে। কিন্তু তাঁর শৈশব ও কৈশোর কেটেছে ঢাকার কাফরুলে। ঢাকা শহরেই বেড়ে ওঠা, শিক্ষা ও কর্মজীবন। ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই ঝোঁক সংস্কৃতির প্রতি। নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। যুক্ত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও থিয়েটারের সঙ্গেও। তাঁর রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক মৌলিক গবেষণা গ্রন্থ হিসেবে ‘কালি ও কলম’পুরস্কার লাভ করে। মুক্তিযুদ্ধ, আদিবাসী ও ভ্রমণবিষয়ক লেখায় আগ্রহ বেশি। নিয়মিত লিখছেন দেশের প্রথম সারির দৈনিক, সাপ্তাহিক, ব্লগ এবং অনলাইন পত্রিকায়। লেখার পাশাপাশি আলোকচিত্রে নানা ঘটনা তুলে আনতে ‘পাঠশালা’ ও ‘কাউন্টার ফটো’ থেকে সমাপ্ত করেছেন ফটোগ্রাফির বিশেষ কোর্স। স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধ, আদিবাসী এবং দেশের কৃষ্টি নিয়ে ভিন্ন ধরনের তথ্য ও গবেষণামূলক কাজ করার। সহধর্মিণী তানিয়া আক্তার মিমি এবং দুই মেয়ে পৃথা প্রণোদনা ও আদিবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button